বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স – Allrounder BD

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স – Allrounder BD

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স – Allrounder BD

চলমান বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে তাদেরই ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো রংপুর রাইডার্স। ৬ ম্যাচে ৪ জয়ে নুরুল হাসান সোহানের দলের পয়েন্ট এখন ৮।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্রান্ডন কিংকে হারায় রংপুর। ক্যারিবীয় তারকার কাছে থেকে রাইডার্স ম্যানেজমেন্টের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে আবারও ব্যর্থ তিনি। ৩ বলে ১ রান করে সামিত প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন কিং।

তবে আরেক ওপেনার বাবর আজম খেলেছেন বাবর সুলভ ইনিংস। চলমান বিপিএলে পাকিস্তানি তারকার ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে অনেকেই সমালোচনা করছিলেন অনেকেই। তবে এদিন টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিং করেছেন বাবর। ৩৭ বলে ১৩০ স্ট্রাইকরেটে ৪৭ রান করেছেন তিনি।

এদিন চার নম্বরে উইকেটে এসেছিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তিনি। যদিও পরে রিপ্লেতে দেখা গিয়েছিল রিভিউ নিলে বাঁচতে পারতেন সাকিব।

রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেছেন দারুণ ইনিংস। উইকেটে আসার পর থেকেই সোহানকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। রাইডার্স অধিনায়ক সিলেটের বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। বাবরের মতো ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনিও। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সোহান। আজমতউল্লাহ ওমরজাই করেছেন ১৪ বলে ২২ রান।

সিলেটের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর।

বড় রান তাড়ায় সিলেটের প্রয়োজন ছিল দারুণ শুরুর। কিন্তু ৩০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে উল্টো বড় রানের সম্ভাবনা জাগিয়ে তোলে স্বাগতিকরা। চলমান বিপিএলে টানা বাজে ফর্ম পার করছেন নাজমুল হোসেন শান্ত।

সিলেটের একমাত্র ফর্মে থাকা ব্যাটার জাকির হাসানকে বুদ্ধিদীপ্তভাবে স্ট্যাম্পিং করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সোহান। গত ম্যাচে ফিফটি করা মিঠুন এদিন তেমন কিছুই করতে পারেননি। আরিফুল ইসলামও পারেননি দ্রুত সিলেটকে কিছু রান এনে দিতে। সিলেট মূলত হারের ব্যবধান কমিয়েছে রায়ান বার্লের ৩২ বলে ৪৩ রানের কল্যাণে।

রংপুরের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন শেখ মাহেদী হাসান ও মোহাম্মদ নবী।

Scroll to Top