বছরের পঞ্চম শিরোপা সাবালেঙ্কার | চ্যানেল আই অনলাইন

বছরের পঞ্চম শিরোপা সাবালেঙ্কার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে চীনের কিনওয়েন ঝেংকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। উহান ওপেনে চীন তারকাকে হারিয়েই বছরের পঞ্চম শিরোপা ঘরে তুললেন বেলারুশ তারকা।

রোববার ফাইনালে ঘরের মাঠে ফেভারিট হয়ে নেমেছিলেন পঞ্চম বাছাই কিনওয়েন। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী সাবালেঙ্কার সাথে পেরে উঠলেন না শেষঅবধি। ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন বেলারুশ তারকা। অলিম্পিকে সোনা জেতা কিনওয়েনের বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই জিতলেন সাবালেঙ্কা।

GOVT

একইসঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের রেকর্ড গড়েছেন ২৬ বর্ষী সাবালেঙ্কা। টুর্নামেন্টের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও এটি। আগে দুবার শিরোপা জেতা চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভার সাথে অবস্থান করেছিলেন শীর্ষে।

২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি সাবালেঙ্কার পঞ্চম শিরোপা এটি। দুবাই ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপ ও সিনসিনাটি ওপেন জিতেছেন তিনি।

Scroll to Top