বগুড়ায় ছুরিকাঘাতে দুই নারী হত্যা মামলায় আসামির জবানবন্দি, বিচার চেয়ে মানববন্ধন

বগুড়ায় ছুরিকাঘাতে দুই নারী হত্যা মামলায় আসামির জবানবন্দি, বিচার চেয়ে মানববন্ধন

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন নিহত উম্মে হাবিবার (২০) স্বামী ও লাইলী বেওয়ার (৬৫) নাতি পারভেজ হোসেন। ওই ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে স্কুলছাত্রীকে জখম এবং তার ভাবি ও দাদিকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার সৈকত আহমেদের ফাঁসির দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ করেন শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি মহল্লাবাসী। এতে শহরের জয়পুরপাড়া এলাকার লোকজনও সংহতি প্রকাশ করেন। তাঁরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সৈকত আহমেদের ফাঁসি দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন শহরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, নিহত গৃহবধুর স্বজন ও জয়পুরপাড়া এলাকার বাসিন্দা গোলাম রসুল ও এনামুল হক, নিহত বৃদ্ধার স্বজন আবদুস সালাম, মো. রসুল প্রমুখ।

Scroll to Top