ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বিগত পাঁচ বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেও কপাল ফেরেনি! লাগাতার ফ্লপের ঠেলায় ক্যারিয়ারে যখন শেষের পথে, তখন ইন্দিরা গান্ধীর হাত ধরেই শাপমোচন হতে যাচ্ছে কঙ্গনার। ফ্লপের খরা কাটিয়ে ‘ইমার্জেন্সি’র শুরুটা বেশ ভালোই করলেন অভিনেত্রী-প্রযোজক তথা পরিচালক কঙ্গনা।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিনে ‘ইমার্জেন্সি’ ২.৫ কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় ৩.৫ কোটি রুপিতে। ফলে দুই দিনে সিনেমাটির আয় এখন ৬ কোটি।
প্রথম দিনে ‘ইমার্জেন্সি’ সামগ্রিকভাবে দখল করতে পেরেছে মাত্র ১৯.২৬% সিট।
মুম্বাইয়ে প্রায় ৪৬৭টি শো এবং দিল্লিতে ৬৫৭টি শো পেয়েছে সিনেমাটি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ মুক্তি পায়। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবন অবলম্বনে রাজনৈতিক বায়োপিকটি প্রথম দিনে ১.৪৬ কোটি টাকা ঘরে তুলতে পেরেছিল। তার তিন বছর পর মুক্তি পেল ‘ইমার্জেন্সি’।
এটি হলো কঙ্গনার ক্যারিয়ারের তৃতীয় সর্বনিম্ন ওপেনিং ফিল্ম। ‘ধাক্কাড়’ প্রথম দিনে আয় করে ৫০ লাখ রুপি এবং পরবর্তীতে ‘তেজাস’ আয় করে ১.২৫ কোটি রুপি। বারবার নিজেকে ইন্ডাস্ট্রির ‘হাইয়েস্ট গ্রসিং ফিমেল স্টার’ দাবি করা কঙ্গনার গত কয়েক বছর ধরে কোনো সিনেমাই সাফল্যের মুখ দেখেনি।
ভারতজুড়ে প্রায় ২৫০০টি শো পেয়েছে এটি। বক্স অফিস প্রতিযোগিতায় ‘ইমার্জেন্সি’র সঙ্গে লড়াইয়ে রয়েছে ‘আজাদ’।
অজয় দেবগনের ভাগ্নে আমান এবং রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা এই সিনেমারর মাধ্যমে বলিউডে পা রাখলেন।
‘ইমার্জেন্সি’তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে হওয়া ২১ মাসের ইমার্জেন্সি পিরিয়ডের ওপর নির্ভর করেই তৈরি সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে এবং মহিমা চৌধুরী। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের শেষ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ইমার্জেন্সি’ অন্যতম।
ঢাকাপ্রতিদিন/এআর