বই কিনছেন পাঠকেরা

বই কিনছেন পাঠকেরা

‘ধূলির বসন্ত/ অ-ফোটা ফুলই তো/ ফাল্গুন মূলত’ তরুণ কবি পিয়াস মজিদের ‘ধূলিবিধৌত’ কবিতার কয়েক পঙ্‌ক্তি। লেখাই হয়েছে হয়তো পয়লা ফাল্গুনের পরের দিনটির জন্য।

গতকাল বুধবার মেলায় মানুষ এসেছেন কম। তবে যাঁরা এসেছিলেন, তাঁদের পেয়ে যেন প্রকাশক, লেখকের আসল বসন্ত হলো গতকাল।

মেলায় প্রবেশ করেই ডানে ৬ নম্বর প্যাভিলিয়নের সামনে বসে ছিলেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন। বললেন, এবারের মেলার একটা ব্যাপার হচ্ছে, রাতে জমছে কম। মূল ক্রেতারা আসছেন কর্মদিবসের দিন বিকেলে। আজ (গতকাল) যাঁরা এসেছেন, তাঁরা অধিকাংশই বই কিনেছেন।

তখন রাজধানীর পল্লবী থেকে আসা সাখাওয়াত হোসেন খুঁজছিলেন প্রথমা থেকে প্রকাশিত সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রয়াত আনিসুজ্জামানের প্রবন্ধের বই। একজন বিমর্ষ পাঠক খুঁজে নিলেন আহমেদ হেলালের লেখা কীভাবে নেবেন মনের যত্ন বইটি। হয়তো নিজের জন্যই। বিক্রি হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ–এর মতো তথ্যপূর্ণ একটা ঢাউস বইও।

Scroll to Top