Last Updated:
কিডন্যাপ কেস দায়ের করা হয়৷ এবং এই ঘটনায় মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশ কৌশিক পরামানিককে গ্রেফতার করে কিন্তু মহিলার কোন খোঁজ পায় না৷

বাগুইআটি: বাগুইআটি প্রতিবেশী পাড়ায় সুটকেসে মহিলার দেহ উদ্ধারের ঘটনার দুদিনের মধ্যে কিনারা করল বাগুইআটি থানার পুলিশ৷ কিন্তু মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক৷
মহিলার নাম রিয়া ধর (৩০), মুর্শিদাবাদ নবগ্রামের বাসিন্দা, দুটি সন্তানের মা।ফেসবুকে তিন মাস আগে আলাপ হয় কৌশিক প্রামানিক নামে বারাসতের এক বাসিন্দার সঙ্গে। তারপরেই প্রেমের সম্পর্ক যা গড়ে ওঠে এই বিষয়টি রিয়ার৷ স্বামী জানতে পারে প্রথমে স্বামী বোঝালে বিষয়টি মিটে যায়৷ তারপরে দিন ১৫ দিন আগে স্বামী ও সন্তানকে ছেড়ে পালিয়ে আসে রিয়া কৌশিকের কাছে৷
এরপর এই নবগ্রাম থানায় রিয়ার স্বামী অমিত কুমার ধর মিসিং ডায়েরি করেন কিন্তু পুলিশ কোন গুরুত্ব দেইনি বলে অভিযোগ৷ বারাসতে কৌশিকের ফ্ল্যাটে ওঠে ১৫ দিন ধরে ছিল৷ ২২ তারিখ বারাসতের এক অচেনা ব্যক্তি রিয়া স্বামীর কাছে ফোন করে জানায় একটি ব্যাগ পাওয়া গিয়েছে এবং তার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে৷ সেই নম্বর থেকেই ফোন করছেন তিনি৷
এরপরই রিয়ার স্বামী অমিত কুমার ধরের সন্দেহ হয় মুর্শিদাবাদের নবগ্রাম থানায় যান৷ তিনি পুলিশকে জানালে পুলিশ কোন রকম কর্ণপাত করেনি বলে এমনটা অভিযোগ৷ শেষমেষ কিডন্যাপ কেস দায়ের করা হয়৷ এবং এই ঘটনায় মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশ কৌশিক পরামানিককে গ্রেফতার করে কিন্তু মহিলার কোন খোঁজ পায় না৷
২২ তারিখ বাগুইআটি প্রতিবেশীপাড়া এলাকায় সুটকেসের মধ্যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ এরপরেই বাগুইহাটি থানার পুলিশ তদন্ত নামে বেশ কিছু তথ্য পাওয়ার পরেই রিয়ার স্বামী অমিত কুমার ধর এর সাথে যোগাযোগ করে এবং বেশ কিছু তথ্য পেয়ে বারাসাতে ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ সেখানে তল্লাশি করে গোটা বিষয় প্রকাশ্যে সামনে আসে পুলিশের৷
২৪ তারিখ বারাসাতের ফ্লাটে তল্লাশি করে বাগুইহাটি থানার পুলিশ৷ পুলিশ তদন্ত নেমে জানতে পারে কৌশিক প্রামানিক দু’বছর আগে বাগুইআটি প্রতিবেশীপাড়া এলাকায় ভাড়া থাকতো৷ সেই কারণে খুন করার পরে এই এলাকায় নির্জন জায়গায় মৃতদেহ ফেলতে এসেছিল চেনা জায়গা তাই৷ পুলিশ জানতে পেরেছে বারাসাতের ফ্লাটেই খুন করা হয়েছিল রিয়াকে৷ পুলিশ আরও জানতে পারে কৌশিক আগে বিয়ে করেছিল একটি মেয়েকে তার সাথে ডিভোর্স দিয়ে দেয়৷
পুলিশের প্রাথমিক অনুমান যেহেতু রিয়া যখন বাড়ি থেকে বেরিয়ে ছিল প্রচুর সোনা গয়না এবং টাকা পয়সা নিয়ে এসেছিল কৌশিক সেই সমস্ত সোনা গয়না এবং টাকা পয়সা নিয়ে নেয় এবং মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে আর সম্পর্ক রাখতে চাইছিল না৷ রিয়া জোর করাতেই তাকে খুন করা হয়৷ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ অভিযুক্ত কৌশিক প্রামানিককে নিজেদের হেফাজতে নিতে চাইছে এবং জিজ্ঞাসাবাদের পরে গোটা ঘটনা পরিষ্কার হতে চায়৷
২২ তারিখ তার স্বামীর কাছে একটি ফোন যায়৷ মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷ এই মেশিনের ঘটনা যদি পুলিশ গুরুত্ব দিয়ে দেখতো তাহলে হয়তো এই মহিলা খুন হত না এমনটাই মহিলা স্বামীর দাবি৷
Kolkata,West Bengal
April 25, 2025 12:34 AM IST
Bitan Adhikari Parents: পহেলগাঁওতে নিহত বিতানের মা-বাবার সঙ্গে দেখা করলেন রত্না চট্টোপাধ্যায়, দিলেন ওষুধের খরচ দেওয়ার আশ্বাস