‘ফেলিক্স হলেন অর্থ ছাপার মেশিন’ | চ্যানেল আই অনলাইন

‘ফেলিক্স হলেন অর্থ ছাপার মেশিন’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চেলসির পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স লন্ডন ছেড়ে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরে যোগ দিতে সৌদি যাবেন তার স্বদেশী স্ট্রাইকার। আল নাসের তাকে দলে নিতে খরচ করেছে ৪৩.৭ মিলিয়ন ইউরো। ফিফার লাইসেন্সধারী এজেন্ট জেনেফার মেডেলউইচ ফেলিক্সের দলবদলের সমালোচনা করে বলেছেন, ‘ফেলিক্স একজন অর্থ ছাপার মেশিন‘

গণমাধ্যমে জেনিফার বলেছেন, ‘ ফেলিক্স তার আর্থিক উন্নতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ক্যারিয়ারে নিজের পথকে ছোট করেছেন অর্থের কাছে।‘

‘অনেকদিন ধরেই ফেলিক্স ফুটবল খেলছেন না। তিনি এমন একজন উদাহরণ যিনি নিজের যোগ্যতা অনুভব করতে পারে নি। তরুণ বয়সে ফেলিক্সের এমন সিদ্ধান্ততে আমি মনে করি তিনি অর্থের পিছনে ছুটছেন, নিজেকে অর্থ ছাপার মেশিনের সাথে শামিল করছেন।‘

ফেলিক্সের শৈশবের পর্তুগিজ ক্লাব বেনফিকাতেও ফেরার গুঞ্জন উঠেছিল। তবে জেনিফারের বিশ্বাস, ‘ অর্থ এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও কেউ কেউ এ বিষয়টিকে ব্যবসার সাথেও তুলনা করছেন। যেখানে তরুণ খেলোয়াড়রা আর্থিক উন্নতির ফাঁদে পডেও ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। ‘

ইউরোপিয়ান ফুটবলের উজ্জ্বল তারা ফেলিক্সকে ২৫ বর্ষেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তার পিছনে অর্থকেই দায়ী করছেন এজেন্ট জেনিফার।

২০১৯ সালে লা-লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে নিয়ে আসে ১২৬ মিলিয়ন খরচ করে। এরপরে বার্সেলোনা, এসি মিলান ও চেলসিতে এসেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে ঝামেলা পোহাতে হয় ফেলিক্সকে।

Scroll to Top