ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া – DesheBideshe

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া – DesheBideshe

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া – DesheBideshe

মস্কো, ১০ আগস্ট – ফের শক্তিশালী ভূমিকম্প আঘাতে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

শনিবার (৯ আগস্ট) ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চল। এবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ আগস্ট ২০২৫



Scroll to Top