ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের শরীরে আবারও রক্তের ক্যানসার (লিউকেমিয়া) ফিরে এসেছে। এই পরিস্থিতিতে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একবছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু চলতি বছরের মে মাসে তাঁর রক্তে আবার ক্যান্সার ধরা পড়ে। এতে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ৫০/৫০ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আসমা আল-আসাদের পরিবারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করে একটি সূত্র জানিয়েছে, আসমা মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কারো সঙ্গে থাকতে পারবে না।
অন্য একটি সূত্র বলছে, আসমার পরিবার বর্তমানে মস্কোতে রয়েছে। তাঁর শরীরে পুনরায় ক্যান্সার ফিরে আসে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আগের থেকে তাঁর অবস্থা আরও গুরুতর এবং ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তাঁর এখন বেঁচে থাকার সম্ভাবনা অর্ধেক।
কয়েকদিন আগে খবর বেরিয়েছিলো আসমা বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য গুজব বলে জানানো হয়। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল-আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনামলকে উৎখাত করে। উত্তর-পূর্ব সিরিয়া থেকে শুরু হওয়া এইচটিএস-এর নেতৃত্বাধীন বিদ্যুৎগতি আক্রমণ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং আসাদ পরিবারের ৫০ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটায়। আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়।