কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় ফেনীতে কৃষি ও মৎস্য বিভাগের ১০ কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৩ জুলাই) ফেনী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মৎস্য বিভাগ সূত্র সাংবাদিকদের এ তথ্য জানান।
ফেনী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মৎস্য বিভাগ সূত্র জানায়, বন্যার ফলে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৮৫৫ হেক্টর আউশ অবাদ, ৫৫৭ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ও ৬৯৪ হেক্টর আমনের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া অন্যান্য ফসলসহ জেলায় ৩৬৭০ হেক্টর ফসলি জমি বন্যাদুর্গত রয়েছে। অপরদিকে বন্যায় ফেনীর ছয়টি উপজেলার বিভিন্ন এলাকার দুই হজার ৩০০টি পুকুর, দিঘি ও মৎস্য খামারের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার মৎস্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বন্যার পানি প্রবেশ করে বীজতলার ক্ষতি করেছে। পুকুর, দিঘি ও মৎস্য খামারের পানির স্রোতে মাছ ভেসে যাচ্ছে। প্রতিবছর এই মৌসুম এলে আমরা ক্ষতিগ্রস্থ হই। ক্ষতি পুষিয়ে ঘুরে দাড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
ফেনী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ জানান, বন্যায় ফেনীর ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় আমনের বীজতলা, আউশ আবাদ, গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। ভাঙ্গা বাঁধ দিয়ে আবার পানি প্রবেশ করার আশংকায় কৃষকরা আতংকিত রয়েছেন।
এদিকে দ্রুত টেকশই বাঁধ নির্মাণ করে ফসল ও মৎস্যসম্পদ বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী করছেন স্থানীয়রা।