ফুটবল খেলার সময় খেলোয়াড়ের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ফুটবল খেলার সময় খেলোয়াড়ের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নাটোরে রাত্রিকালীন ফুটবল খেলার সময় মাঠেই রাব্বি (২০) নামক এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। বুকে ব্যথাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় লোকজন

শনিবার (৩০ নভেম্বর) রাত আটটার দিকে নাটোর সদর উপজেলার চৌগাছা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চৌগাছি গ্রামবাসী জানান, নাটোর সদর উপজেলার চৌগাছি উচ্চবিদ্যালয় মাঠে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাতে চৌগাছা দলের পক্ষে খেলায় নামেন রাব্বি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার কারণে অসুস্থ বোধ করেন। এ সময় তিনি পানি খেতে চান। কিন্তু পানি নিয়ে তার কাছে পৌঁছার আগে তিনি মাটিতে ঢলে পড়েন।

আয়োজক কমিটির সদস্য নয়ন হোসেন নামে একজন জানান, তারা রাব্বিকে উদ্ধার করে আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক দ্রুত নাটোর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নাটোর হাসপাতালের নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত বলে ঘোষণা করেন।

GOVT

নয়ন হোসেন জানান, রাব্বিকে উদ্ধার করে তিনি কোলে তুলে নিয়েছিলেন। তার কোলেই রাব্বির মৃত্যু হয়। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। রাব্বির মৃত্যুর সংবাদ জেনে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম হাসপাতালে ছুটে যান। রাব্বি ছাত্রদলের কর্মী ছিল বলে তিনি জানান।

খেলার মাঠে এমন মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি রাব্বির এই মৃত্যুতে তাদের টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করেছেন।

Chokroanimation

Scroll to Top