ফুটবলে আগে দর্শক পাওয়া যেত না, আর এখন টিকিট পাওয়া যাচ্ছে না – DesheBideshe

ফুটবলে আগে দর্শক পাওয়া যেত না, আর এখন টিকিট পাওয়া যাচ্ছে না – DesheBideshe

ফুটবলে আগে দর্শক পাওয়া যেত না, আর এখন টিকিট পাওয়া যাচ্ছে না – DesheBideshe

লক্ষ্মীপুর, ১৮ জুলাই – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেছেন, বাফুফের বর্তমান কার্যক্রমে ফুটবলে আগ্রহ ও উন্মাদনা শুরু হয়েছে। আগে স্টেডিয়াম খেলা দেখতে দর্শক পাওয়া যেত না। আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটিই হচ্ছে সবচেয়ে বড় আগ্রহ ও উন্মাদনা। ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফুটবলে আগ্রহ-উন্মাদনা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে একটি ক্রীড়া সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হ্যাপি আরও বলেন, বাফুফের উদ্যোগে সারাদেশে খেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অনুর্ধ্ব-১৫, আমাদের লক্ষ্মীপুরও খেলেছে। অনুর্ধ্ব-১৭ এর খেলা খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ৩০ জুলাই থেকে এফএ কাপ মহিলা টিম আন্তঃজেলা খেলা শুরু হবে। এর মাধ্যমে তারুণের উৎসব উপলক্ষে সারাদেশে খেলার আয়োজন করা হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটবল দলের সাফল্য নিয়ে বাফুফে সহ-সভাপতি বলেন, নারী দল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে। আমরা আশা করছি এএফসি কোয়ালিফাই থেকে ফাইনালে খেলবো। আগামী দিনে নারী বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহসিন কবীর স্বপন ও লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ জুলাই ২০২৫



Scroll to Top