ফিলিস্তিনের কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপে আনা হয়েছে | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপে আনা হয়েছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মোহাম্মদ মাহামুদুল: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার হাত থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপ নিয়ে আসা হয়েছে।

‘সেবা’ নামের একটি এনজিও সোমবার ২৭ মে ফিলিস্তিন থেকে নাদা নামের শিশুটিকে মালদ্বীপে নিয়ে আসে। শিশুটির খালা মালদ্বীপের এক নাগরিককে বিয়ে করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম । মালদ্বীপের জমিয়াতুল ফালাসের সভাপতি গ্যারি আব্দুল সাত্তারের ছেলের সঙ্গে শিশুটির খালার বিয়ে হয়েছে ।

সেবা সমিতির এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, নাদার খালা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাই নাদাকে মালয়েশিয়া নিয়ে আসা হয়েছে। আমরা মালয়েশিয়ায় নাদার পড়াশোনার খরচ মেটাতেও কাজ করছি।

তিনি বলেন, নাদার মা, বাবা এবং দুই ছোট বোন গাজায় আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারে জনগণের সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

Scroll to Top