কোপা আমেরিকার ফাইনালে ২০১৬ সালে চিলির কাছে হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। অবসরের ওই ঘোষণার পর আবারও দলে ফিরতে আসতে চাচ্ছিলেন। সে সময় ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী মারিও কেম্পেস মেসিকে ফিরতে না করেছিলেন। তবে এখন বলছেন, ‘ফিরে এসে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
মেসির অবসর সিদ্ধান্তের বিষয়ে ক্যাম্পেস বলেন, ‘আপনাকে সবকিছুর জন্য শ্রদ্ধা করতে হবে। যখন মেসি অবসরের সিদ্ধান্ত নেন, আমি বলেছিলাম ঠিক আছে। যদি তিনি হেরে যেতেন, এটা তার ভুল হতো।’
‘একটা সময় এমন হয়েছিল, আমি বলেছিলাম কি দরকার? তুমি কেন আর্জেন্টিনা দলে ফিরে এসে ভবিষ্যত নষ্ট করতে চাইছো? যা কিছু করা সম্ভব তার সবই সে করেছে, সবকিছুই তার জন্য ভালো হয়েছে কিন্তু জাতীয় দলের বিষয়টি তাকে বেশ ভোগাতো।’
‘তখন আমি আবার বলেছিলাম, তাকে আসতে দিও না। বার্সেলোনায় তাকে খুশি থাকতে দাও। কিন্তু একদিন সে ঘুরে দাড়াল, নতুন কোচ, সতীর্থ পেল এবং উপভোগ করতে করতে কোপা ও বিশ্বকাপ জিতলো।’
অবসরের পর নিজের সিদ্ধান্ত নিয়ে মেসি সন্তুষ্ট ছিলেন। কেম্পেস বলেছেন, ‘কিন্তু ফিরে এসে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’