আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের আতিথ্য নেবে তারা। সিরিজ সামনে রেখে দুই সংস্করণের স্কোয়াড দিয়েছে পিসিবি। দুই সংস্করণের দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি এবং ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন হাসান নেওয়াজ।
শুক্রবার টি-টুয়েন্টির জন্য ১৫ এবং ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। দুই স্কোয়াডেই আছেন ১২ জন। শুধু টি-টুয়েন্টি দলে আছেন পেসার হারিস রউফ, স্পিনিং অলরাউন্ডার খুশদিল শাহ ও উইকেটরক্ষক ব্যাটার সাহিবজাদা ফারহান। কেবল ওয়ানডেতে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, আবদুল্লাহ শফিক ও পেসার নাসিম শাহ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোন ওয়ানডে না খেলা শাহিন শাহ আফ্রিদি ফিরেছেন। পিএসএলে ভালো করায় অভিজ্ঞ পেসার ফিরেছেন টি-টুয়েন্টি দলেও। সংক্ষিপ্ত সংস্করণের সবশেষ দুই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না তিনি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান নেওয়াজ প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। টপঅর্ডার ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই সংস্করণের দলেই আছেন।
যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে খেলবে পাকিস্তান। আগামী ১, ৩ ও ৪ আগস্ট হবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। আগামী ৮, ১০ ও ১২ আগস্ট একদিনের ম্যাচগুলো হবে।
পাকিস্তান টি-টুয়েন্টি দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আঘা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।