ফিরছেন রাফিনহা, ব্রাজিলে ‘প্রথম’ জয়ে আশাবাদী আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

ফিরছেন রাফিনহা, ব্রাজিলে ‘প্রথম’ জয়ে আশাবাদী আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

ব্রাজিলের কোচিং দায়িত্ব নিয়ে অভিষেক রাঙাতে পারেননি কার্লো আনচেলত্তি। ইকুয়েডরের মাঠে গোলশূন্যে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। এবার ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে লড়বেন ভিনিসিয়াস-রাফিনহারা।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বুধবার ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি রাফিনহার একাদশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারেননি।

ইতালিয়ান কোচ বলেছেন, ‘রাফিনহার ফেরার খবরটি আমাদের জন্য ভালো সংবাদ। কারণ, সর্বশেষ মৌসুমের পারফরম্যান্সে দেখিয়েছে বর্তমান সময়ে অন্যতম সেরা খেলোয়াড়। আশা করি, সে আমাদের অনেক সহায়তা করবে।’

‘ম্যাচটি গুরুত্বপূর্ণ। লক্ষ্য এবং যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি যেতে আমাদের ভালো পারফর্ম করা প্রয়োজন। এজন্যই রাফিনহার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচে আমরা জয় পেতে চাই।’

এদিকে মঙ্গলবার ৬৬তম জন্মদিন পালন করছেন আনচেলত্তি। জন্মদিন উপলক্ষে শিষ্যদের থেকে উপহার চেয়েছেন, ‘আগামীকালের জয়টা হতে পারে আমার জন্য সেরা উপহার।’

Scroll to Top