ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলীয় তারকা | চ্যানেল আই অনলাইন

ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলীয় তারকা | চ্যানেল আই অনলাইন

স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত দুবছর তদন্ত হয়েছে ওয়েস্টহ্যাম তারকা লুকাস পাকুয়েতার বিরুদ্ধে। গত বছর মে’তে ব্রাজিলীয় তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়েছিল। যা প্রমাণ হলে ইংলিশ প্রিমিয়ার লিগে পাকুয়েতা পুরোপুরি নিষিদ্ধ হতে পারেন বলে শঙ্কা জেগেছিল। সেই অভিযোগ থেকে মুক্তি মিলেছে ২৭ বর্ষী তারকার।

২০২২ সালের ২৩ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ওয়েস্টহ্যামের ম্যাচ ঘিরে চারটি অভিযোগ গঠন করা হয় পাকুয়েতার বিরুদ্ধে। স্বাধীন নিয়ন্ত্রক কমিশন এ বিষয়ে শুনানির পর চারটি অভিযোগ ‘প্রমাণ করা সম্ভব নয়’ বলে মনে করে।

এছাড়া দুদফায় অনুসন্ধানে সাহায্য না করায় এফএ রুল ৩ এর আওতায় অভিযুক্ত হন পাকুয়েতা। এফএ রুল ২ এর আওতায় তথ্য-উপাত্ত চালাচালির অভিযোগ আসে তার বিরুদ্ধে। নিয়ন্ত্রক কমিশন মনে করে অভিযোগগুলো প্রমাণসাপেক্ষ এবং নিয়ম লঙ্ঘন করার জন্য যত দ্রুত সম্ভব উপযুক্ত দণ্ড দেয়া হবে। এফএ চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।

ওয়েস্টহ্যামের হয়ে লন্ডনে পাকুয়েতা খেলতে আসেন ২০২২ সালের আগস্টে। ফ্রান্সের ক্লাব লিঁও থেকে সাড়ে ৩৬ মিলিয়ন খরচ করে এ মিডফিল্ডারকে এনেছিলো লন্ডনের ক্লাবটি। অভিষেক মৌসুমেই হ্যামার্সদের হয়ে জেতেন উয়েফা কনফারেন্স লিগ।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওয়েস্টহ্যামের হয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেন পাকুয়েতা। ব্রাজিলের হয়ে গত বছর ১৩ ম্যাচে করেন ২ গোল।

Scroll to Top