এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হেরে পিছিয়ে পড়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বল হাতে অনবদ্য পারফর্ম মিলেছে কিউইদের। লোকি ফার্গুসনের হ্যাটট্রিকে ৫ রানে লঙ্কানদের হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড।
ষষ্ঠ ওভারে প্রথম বলে আসেন ফার্গুসন। শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে হ্যাটট্রিক যাত্রা শুরু করেন। অষ্টম ওভারে দ্বিতীয় ওভারে এসে প্রথম দুবলে কামিন্দু মেন্ডিস ও চারিথ আশালঙ্কাকে ফিরিয়ে টি-টুয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।
নিউজিল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ফার্গুসন। এই সংস্করণে ষষ্ঠ হ্যাটট্রিক তাদের। টিম সাউদি দুবার কীর্তিটি গড়েছেন।
দেশ হিসেবে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে শ্রীলঙ্কার পাশে এখন নিউজিল্যান্ড। দুটি দেশই ৬টি করে হ্যাটট্রিক করেছে এ ফরম্যাটে। ৫টি হ্যাটট্রিক নিয়ে পরে আছে অস্ট্রেলিয়া। ২টির বেশি হ্যাটট্রিক নেই অন্য আর কোনো দেশের।
ডাম্বুলায় রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফার্গুসন এই স্বাদ পান দুই ওভার মিলিয়ে। এই সংস্করণে তার প্রথম হ্যাটট্রিক এটি।
ডাম্বুলায় টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। ১৯.৩ ওভারে ১০৮ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৩০ রান আসে উইল ইয়ংয়ের ব্যাট থেকে। ২৪ রান করেন জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার করেন ১৯ রান। বাকিদের কেউই দু‘অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
লঙ্কানদের হয়ে ভানিডু হাসারাঙ্গা চারটি, মাথিশা পাথিরানা তিনটি এবং নুয়ান থুসারা দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে ব্যাটারদের ভরাডুবিতে একপ্রান্ত আগলে রেখে লঙ্কানদের জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ফার্গুসনের আগুনঝরা বোলিং শেষেও জয়ের পথে ছিল লঙ্কানরা। ১৯তম ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ১০১ রান।
শেষ ওভারে জিততে দরকার ছিল ৮ রান। বলে আসেন গ্লেন ফিলিপস। প্রথম বলে মাহেশ থিকসানা সিঙ্গেল নিয়ে নিশাঙ্কাকে স্ট্রাইক দেন। ফিফটি পূর্ণ করা ব্যাটার ফিলিপসের শিকার হয়ে ফিরে যান। ৫১ বলে ৫২ রান করেন। পরের বলে পাথিরানাকে ফিরিয়ে জয়ের পথ খোলেন ফিলিপস। চতুর্থ বলে থিকসানাকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন।
কিউই বোলারদের মধ্যে ফার্গুসন ও ফিলিপস তিনটি করে উইকেট নেন। ব্রেসওয়েল নেন দুটি উইকেট।