ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা পেলেন কয়েক শ মানুষ

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা পেলেন কয়েক শ মানুষ

এখানে রোগী দেখেন ডা. লুৎফুল নাহার, দেবাশীষ দেবনাথ, মনিরুজ্জামান শিমুল, মুরাদ আলী, ইয়াসমিন আরা ও আবদুস সামাদ। সহযোগিতা করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের জ্যেষ্ঠ এলাকা ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সিনিয়র মেডিকেল সার্ভিসেস অফিসার মিলন মোল্লা, কুতুবুজ্জামান, মেডিকেল সার্ভিসেস অফিসার আমিরুল ইসলাম ও আশিক হাসান। এ সময় উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের উপবিক্রয় ব্যবস্থাপক মাসুদ পারভেজ। 

নীলফামারীর ক্যাম্পটি হয় সৈয়দপুর উপজেলা শহরের বেসরকারি হাসপাতাল নিউ এভার কেয়ার-এ। এখানে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগী দেখেন ডা. মো. জাভেদ ইউসুফ, নাহিদ আকতার, রাবেয়া সুলতানা ও আতাউর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের পঞ্চগড় অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহাগ তালুকদার, সিনিয়র এরিয়া ম্যানেজার কামাল কৌটি সানা, সিনিয়র মেডিকেল সার্ভিস অফিসার মো. গাজী সালাউদ্দিন, মো. রফিকুল ইসলাম, মেডিকেল সার্ভিস অফিসার মো. রেজওয়ান আহমেদ, প্রণয় বিশ্বাস দীপ্ত। 

সৈয়দপুর শহরের একজন শ্বাসকষ্টের রোগী জাহানারা বেগম (৪০) বলেন, ‘অনেক কষ্ট পাচ্ছিলাম। খবর পেয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি। এখানে ডাক্তার দেখলাম, ফ্রি ওষুধও পেলাম।’ 

Scroll to Top