রাজধানীর মহাখালীতে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আগুন লাগা খাজা টাওয়ার ভবনটি ফায়ার সার্ভিস থেকে বুঝে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকেই ভবনটির বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেও তাদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে সারাদেশে এখনও ৪০ শতাংশ ইন্টারনেট ব্রডব্যান্ড গ্রাহক সেবা থেকে বঞ্চিত।
বিদ্যুৎ সংযোগ না থাকায় ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। দ্রুত বিদ্যুৎ চালু করার দাবিও জানাচ্ছেন তারা। নয়তো সেখানে থাকা ডেটা সেন্টারে থাকা ডিভাইসগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুমতি চাইছেন তারা।
গতকাল বিকালে ভবনটিতে আগুন লাগে। ১৪ তলা ভবনটিতে লাগা অগ্নিকাণ্ডে ৩ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন।
/এমএন