এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল। জানিয়েছেন খেলে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিপিএল চলতি আসরের ফাইনালের আগেরদিনও জানালেন আগামী বিপিএল খেলতে চান। ঘরোয়া ক্রিকেট ও সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা তার। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না এটা পাকা। তাই তামিমকে বিদায়ী সংবর্ধনা দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে আপাতত জাতীয় দলের কোনো খেলা না থাকায় বিপিএলে ফাইনাল মঞ্চে তাকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি। মিরপুরে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এবারের আসরের ফাইনাল। শিরোপা মঞ্চে লড়বে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মহারণে বরিশালের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)
এর আগে গত ১০ জানুয়ারি বিপিএল সিলেটপর্ব চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল।