ফাইনাল থেকে অবসর নেবেন রোহিত? | চ্যানেল আই অনলাইন

ফাইনাল থেকে অবসর নেবেন রোহিত? | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে ও টেস্টে খেলছেন ভারত তারকা। তার নেতৃত্বে আরও একটি শিরোপার ধারপ্রান্তে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হবে হবে নিউজিল্যান্ডের। শিরোপামঞ্চ থেকে রোহিত ওয়ানডেকে বিদায় বলবেন কিনা এমন আলোচনা চলছে। ফাইনালের আগের দিন শুভমন গিলের কাছেও এসেছিল সেই প্রশ্ন। তবে গিল জানালেন রোহিত এবং পুরো দলের মনোযোগ কেবল ফাইনালের দিকেই।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ফাইনাল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত, আর সাউথ আফ্রিকা হারিয়ে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে শিরোপা মহারণ।

ম্যাচের আগেরদিন শনিবার সংবাদ সম্মেলনের আসেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। সেখানে রোহিতের অবসর প্রসঙ্গে এই তারকা ব্যাটার বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের সব আলোচনা ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা নিয়ে হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’

ফাইনালে দলের প্রত্যাশা নিয়ে গিল বলেন, ‘আমরা ফাইনাল নিয়ে রোমাঞ্চিত। গতবার আমরা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে এবার আমরা জয়ের জন্য মুখিয়ে। বড় ম্যাচে অবশ্যই চাপ থাকবে, যারা এটি মোকাবেলা করতে পারবে তারাই জিতবে ফাইনালে। আমরা এই ম্যাচকেও অন্য সাধারণ ম্যাচের মতোই দেখছি। প্রতিটি বড় দলই এভাবে দেখে বিষয়গুলো। আমরা এখানে চারটি ম্যাচ ভালোভাবেই শেষ করেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই।’

Scroll to Top