ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বছরের প্রথম এল ক্ল্যাসিকোয়। অবশ্য লিগের লড়াই নয়। টানা তিন মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দুই দেখায় বার্সেলোনা ও রিয়াল একবার করে শিরোপা জিতেছে। এবার রিয়ালের বিপক্ষে লড়তে প্রস্তুত বার্সেলোনা।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। দুদলের সবশেষ এল ক্ল্যাসিকো হয়েছিল গত অক্টোবরে। সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ ম্যাচে রিয়ালকে ৪-০তে উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের বার্সা। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে শোধ তোলার চ্যালেঞ্জও। অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে শিরোপা জিততে চায় বার্সা।
সেমিতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয় পেলেও বার্সা কোচ বলেছিলেন ম্যাচে বেশকিছু ভুল করেছে শিষ্যরা। ভুল শুধরে শিরোপা জিতে ফিরতে চান ফ্লিক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘অ্যাথলেটিকের বিপক্ষে আমরা যতটা ভুল করেছি, তারচেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। ওই ম্যাচে অনেক ভুল করেছি, সেগুলো কমাতে হবে। ম্যাচ পরিবর্তন করে দিতে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি মাদ্রিদ। তারা প্রতিপক্ষের সামান্য ভুলের সুযোগও কাজে লাগায়।’
‘দিনশেষে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে চাই। আমারও ভালোভাবে প্রস্তুত, এটাই এখন গুরুত্বপূর্ণ। এটা দুদলের জন্যই বড় ম্যাচ, সুপার কাপে এটা একটা ক্ল্যাসিকো, আমরা যদি জিততে পারি তাহলে অসাধারণ হবে। মৌসুমের বাকি সময়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’