ফুটবল দুনিয়ায় চলছে চ্যাম্পিয়ন্স লিগ বন্দনা। বাজছে মাঠের যুদ্ধের দামামা। একদিকে প্যারিস জায়ান্ট পিএসজির আক্রমণভাগের দাপট। অন্যদিকে ইন্টার মিলানের পরীক্ষিত রক্ষণভাগের দৃঢ়তা। দুইয়ে মিলে এক জমজমাট লড়াই হতে চলেছে শিরোপা নির্ধারণী মঞ্চে। তবে ফাইনালের আগে ইন্টারের কোচ সিমোন ইনজাঘি বুজতে পারছেন জয়টা খুব বেশি সহজ হবে না তাদের, ভুগতে হবে বেশ। তাতে অবশ্য আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি তার। ফরাসি চ্যাম্পিয়নদের পাল্টা আঘাত করার শক্তি তার দলের আছে বলেই বিশ্বাস এই ইতালিয়ান কোচের।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।
২০২২-২৩ আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাবটি হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইন্টার মিলান সবশেষ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে, হোসে মরিনহোর কোচিংয়ে।
উসমান ডেম্বেলে-আশরাফ হাকিমি-মার্কিনিয়োসদের নিয়ে গড়া দলটি জিতেছে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ। তাই তাদেরই কিছুটা এগিয়ে রাখছেন ইনজাঘি, কিন্তু জয়ের প্রশ্নে নিজেদেরকেও পিছিয়ে রাখছেন না তিনি।
৪৯ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্যারিসের বিপক্ষে আমাদের এটা জেনেই মুখোমুখি হতে হবে যে, কোনো কোনো মুহূর্তে আমাদের ভুগতে হতে পারে এবং এমন কিছু মুহূর্ত আসবে যখন আমাদের পায়ে বল থাকবে এবং তখন তাদের ঘর সামলাতে হবে। ম্যাচে ছোট ছোট মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জয়ের তীব্র বাসনা ও মরিয়া মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। পিএসজি খুবই শক্তিশালী দল, কিন্তু আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব।’
‘এপর্যন্ত আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার্ন ও বার্সার বিপক্ষে লড়াই করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি এবং আমরা এখন এখানে থামতে চাই না। ইন্টারে জন্য সব ম্যাচই বড় ম্যাচ, কিন্তু ফাইনাল হলে আবহটা ভিন্ন। আমরা এখানে থাকার যোগ্য, সিটির মাঠে প্রথম ম্যাচ থেকেই। তবে আমরা এখনও (লক্ষ্য থেকে) এক ধাপ দূরে।’