ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত – DesheBideshe

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত – DesheBideshe

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত – DesheBideshe

লন্ডন, ১৪ জুলাই – দুই সপ্তাহের ব্যবধানে ফের বিশ্বজয়ী ভারত। এবার লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।

বার্মিংহামে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যেখানে নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটে ১৫৬ রান করে। সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক। কামরান আকমল করেন ২৪ রান।

ভারতের হয়ে বল হাতে অনুরীত সিংহ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট পান। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট নেমে শুরুটা ভাল হলেও ৩ ওভারের মাথায় পর পর দু’টি উইকেট হারায় ভারত। এর পর একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি হয় অম্বাতি রায়ডু এবং গুরকিরত সিংয়ের মধ্যে। ১২ ওভারে তৃতীয় উইকেট হারায় ভারত। অর্ধশত রান করে ডাগআউটে ফিরে যান রায়ডু। পরের ওভারে গুরকিরতও আউট হয়ে যান।

এরপর জুটি বেঁধে খেলেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিংহ। ১৯ ওভারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন ইউসুফ। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রান। এর পর মাঠে নামেন ইরফান পাঠান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১ রান। প্রথম বলে চার মেরে ফাইনালে সহজভাবে নিজের দলকে জেতালেন ইরফান। আবারও ট্রফির স্বাদ পেলেন ভারতীয় দল।

অম্বাতি রায়ডু ৩০ বলে ৫০ করে ম্যাচের সেরা হন। সিরিজ সেরা ইউসুফ পাঠান।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৪ জুলাই ২০২৪

Scroll to Top