
আজ (১৬ ফেব্রুয়ারি) পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩ এর। ফাইনালে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলে ৪র্থ শিরোপার জন্য লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্সের লড়াই প্রথম শিরোপার জন্য।
সিলেট স্ট্রাইকার্স একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মইন আলি, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, জনসন চার্লস।