Last Updated:
ফরাক্কার বল্লালপুরে লরির সঙ্গে ইঞ্জিন ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। গুরুতর জখম আরও ৬ জন।

ফরাক্কা, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদে ভয়াবহ পথদুর্ঘটনা। ফরাক্কার বল্লালপুরে লরির সঙ্গে ইঞ্জিন ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। গুরুতর জখম আরও ৬ জন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় লরি, ইঞ্জিন ভ্যান এবং বাইকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মারা যান দু’জন। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কার বল্লালপুর ১২ নম্বর জাতীয় সড়কে। এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন ভ্যানে বিদ্যুৎ দফতরের কর্মীরা ছিলেন বলেই জানা গিয়েছে। দুর্ঘটনা ঘিরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। বাইকে থাকা আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। অন্যদিকে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে যানজট মুক্ত করে ফরাক্কা থানার পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 26, 2025 10:34 PM IST
ফরাক্কাতে মর্মান্তিক দুর্ঘটনা! লরির সঙ্গে ইঞ্জিন ভ্যান ও বাইকের জোর ধাক্কা, পিষে মৃ*ত্যু ২ জনের, গুরুতর জখম ৬