ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার – DesheBideshe

ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার – DesheBideshe



ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার – DesheBideshe

ঢাকা, ০১ মে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।”

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে তিনি লিখেছেন, “বাংলাদেশ সব দেশের স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।”

তিনি বলেন, “বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।”

প্রেস সচিব বলেন, “মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০১ মে ২০২৫



Scroll to Top