ফজলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বিপ্লবী ছাত্র জনতা | চ্যানেল আই অনলাইন

ফজলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বিপ্লবী ছাত্র জনতা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।

রোববার (২৫ আগস্ট) রাত দুইটা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন তারা। এসময় তারা ফজলুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান অব্যাহত থাকবে। সড়কের মাঝখানে তারা অবস্থান নেয়ার কারণে যানজট তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের রাস্তার মাঝখান থেকে সরে যেতে বললে তারা দুদকের সামনে অবস্থান নেন।

Scroll to Top