লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের হক বাজার বেঁড়িবাধ সড়কের পাশ থেকে রিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী রিনা প্রেমিকের সঙ্গে পালানোর সময় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) রামগতি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিনা আক্তার কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
কবির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মাথায় আঘাত থাকার কারণে এটিকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, রিনা আক্তারের স্বামী জয়নাল ওমানে অবস্থান করছেন। সেই সুযোগে তিনি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। মঙ্গলবার রাতে রিনা আক্তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। বুধবার সকালে রামগতির চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় রাস্তার ওপর তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করে। তবে পরকীয়া প্রেমিকের পরিচয় পাওয়া যায়নি।