
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ষাটোর্ধ আমিরের জীবনে এসেছেন গৌরী স্প্র্যাট। বলিপাড়ার অন্দরমহলে এখন তাদের প্রেমই সবচেয়ে বড় চর্চার বিষয়।
সম্প্রতি ভাই ফয়সাল খানের গুরুতর অভিযোগের মাঝেই গৌরীর সঙ্গে জনসমক্ষে ধরা দিলেন আমির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একসঙ্গে গাড়ি থেকে নামছেন আমির ও গৌরী। দুজনকেই দেখা গেছে একেবারে ক্যাজুয়াল লুকে। এদিন তাদের সঙ্গে ছিলেন গৌরীর ৬ বছরের ছেলে, যাকে দুজনেই আপ্রাণ চেষ্টা করছিলেন ক্যামেরার ফ্ল্যাশ থেকে আড়াল করতে।
গৌরীর প্রথম স্বামীর নাম এখনও অজানা, তবে তার ছেলে আর আমিরের মধ্যে জমে ওঠা বন্ডিং দেখে অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি পরবর্তী ধাপের দিকে এগোচ্ছেন আমির-গৌরী?
আমিরের ব্যক্তিগত জীবনের ইতিহাসও কম চর্চার নয়। প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে রয়েছে দুই সন্তান—ইরা খান ও জুনায়েদ খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে রয়েছে ছেলে আজাদ।
বিচ্ছেদের পরও দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আমিরের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এমনকি রিনা আর কিরণের বন্ধুত্ব নিয়েও বলিপাড়ায় রীতিমতো চর্চা হয়।
বলিপাড়ায় ফের কৌতূহল জাগাচ্ছে—৬০ পেরিয়ে নতুন প্রেমে বাঁধা পড়া আমির খান কি আবারও ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নিতে চলেছেন?
পোস্ট প্রেমিকার সন্তানকে আগলে রাখলেন আমির, কবে করছেন বিয়ে? প্রথম উপস্থিত জুমবাংলা।