ইধিকা পালের ইনস্টাগ্রামে চারটি স্থিরচিত্র পোস্ট হয়। এই ছবিগুলো নজরে এসেছে ভক্তদেরও। বেশির ভাগ মন্তব্য ইধিকার বিপরীতে গেছে। কান্নার ইমোজি দিয়ে সুমন নামের একজন লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চেয়েছি।’ প্রিয়া দেবনাথ লিখেছেন, ‘এইগুলো আশা করিনি তোমার থেকে।’ পাখি মন্ডল নামের আরেকজন লিখেছেন, ‘এসব ড্রেস পরলে ভালো লাগছে না তোমাকে। তুমি এমনিতেই সুন্দর, তাই এ রকম ড্রেস পরো না দিদিভাই।’ ইধিকাকে মেনশন করে নাজি ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত ভালো ভাবছি, এত পছন্দের অভিনেত্রী ছিলেন। অবাক। আপনার পোশাকের জন্যই আপনাকে ভালো লাগত।’
‘প্রিয়তমা’র খোলামেলা ছবি দেখে ধাক্কা খেলেন ভক্তরা
Recent Posts
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না : পরিবেশ উপদেষ্টা
December 27, 2024
অধিনায়কত্ব ও জাতীয় দল নিয়ে যা বললেন আকবর | চ্যানেল আই অনলাইন
December 27, 2024