<![CDATA[
কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। তবে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা দলগুলোকে তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকা জমা দেয়ার সময় বেঁধে দিয়েছে। শুক্রবারের (২১ অক্টোবর) মধ্যে অবশ্যই বিশ্বকাপের ৩২ দলের তালিকা জমা দিতে হবে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা জানিয়েছে, অংশগ্রহণকারী ৩২ দলকে অন্তত ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে। ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার জন্য দলগুলো সময় পাবে ১৪ নভেম্বর পর্যন্ত। তার পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর ফিফা সব দলের স্কোয়াড প্রকাশ করবে।
আরও পড়ুন: শুরুর আগেই বিশ্বকাপ শেষ কান্তের
এদিকে ফিফার টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী, প্রাথমিক তালিকার খেলোয়াড়দের মধ্য থেকেই নির্বাচন করতে হবে চূড়ান্ত স্কোয়াড। পরবর্তী তিন সপ্তাহে এর বাইরে থেকে কাউকে দলে নেওয়ার সুযোগ নেই।
এদিকে ফিফা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, তারা প্রাথমিক স্কোয়াডের তালিকা প্রকাশ করবে না। তবে দলগুলো চাইলে তা জানাতে পারবে।
সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে পড়ছে বিশ্বকাপে অংশ নেয়া দেশের খেলোয়াড়রা। এদিকে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের সেরা মিডফিল্ডারের একজন এনগোলো কন্তেকে পাচ্ছে না এবারের বিশ্বকাপে। এ ছাড়াও আরেক অভিজ্ঞ মিডফিল্ডার পগবাকে নিয়েও শঙ্কায় আছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
শুধু ফ্রান্সই নয়, ইনজুরির তালিকায় আছে ইংল্যান্ডের বেশকিছু খেলোয়াড়। আছে রোনালদোর দল পর্তুগালের স্ট্রাইকার ডিয়েগো জোতা, পেদ্রো নেতোও। মেসির দলেও আছে চোটের তালিকা। যাদের মধ্যে আছেন দিবালা, যিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গত মাসে উয়েফা নেশন্স লিগ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বেশকিছু খেলোয়াড় ইনজুরিতে পড়েন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ /সবচেয়ে বেশি টিকিট পেয়েছে কোন দেশ?
আগামী তিন সপ্তাহের মধ্যে সেরে উঠলে তাদের জায়গা মিলতে পারে মূল দলেও।
]]>