এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এ বাছাইয়ের আগে বাহরাইনে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। বাহরাইনে দুটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে দলটি।
বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচসহ ১২ দিনের ক্যাম্প করেছে ছেলেদের বয়সভিত্তিক দলটি। দুই ম্যাচের প্রথমটিতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল ১-০ গোলে জেতে। পরের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকলেও স্বাগতিকরা জেতে ৪-২ গোলে।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ আসরে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। গ্রুপে আছে ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। খেলা শুরু হবে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে। বাংলাদেশের প্রথম খেলা স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে।