প্রস্তুতি ম্যাচের আগে খেলোয়াড় সংকটে অস্ট্রেলিয়া! – Allrounder BD

প্রস্তুতি ম্যাচের আগে খেলোয়াড় সংকটে অস্ট্রেলিয়া! – Allrounder BD

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে নামিবিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে খেলোয়াড় সংকটে পড়েছে তারা। আইপিএলের কারণেই এমন অবস্থায় পড়েছে অস্ট্রেলিয়া।

কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলার জন্য জস বাটলারদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড। তবে ইংলিশদের পথে হাঁটেনি অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৬জন ক্রিকেটারকে ছাড়াই যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে বাকিরা। সেখানেই ২০ ওভারের ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। জানা গেছে, বিশ্বকাপ শুরুর আগে বাকি খেলোয়াড়রা দলের সাথে যোগ দেবেন।

আইপিএলের কারণে দলের সাথে যোগ দেননি স্টার্কসহ ছয় ক্রিকেটার

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে চোটের কারণে বোলিং করতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শ। প্রস্তুতি ম্যাচে তার না খেলার সম্ভাবনা রয়েছে। যদি তিনি না খেলেন তাহলে অজি স্কোয়াডে ক্রিকেটার থাকবেন ৮ জন। আইপিএলের কারণে দলের সাথে ৬ ক্রিকেটার যোগ না দেওয়ার ব্যাপারে বেশ নমনীয় মার্শ।

তিনি বলেন, “নমনীয় হওয়া গুরুত্বপূর্ণ। তারা আইপিএলে খেলেছে। ব্যস্ত সময় পার করেছে। তাই আমরা তাদেরকে বাড়িতে কয়েকদিন বিশ্রামে কাটাতে অগ্রাধিকার দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সতেজ হয়ে যাতে বিশ্বকাপে ভালো করতে পারে। ১৫জনকেই একসঙ্গে পাওয়া জরুরী ছিল। তবে তাদের বিশ্রামও গুরুত্বপূর্ণ”

৬ জন খেলোয়াড় না থাকায় অস্ট্রেলিয়াকে ওয়ার্মআপ ম্যাচের দল সাজাতে হবে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে। টি–টোয়েন্টি বিশ্বকাপে সাপোর্ট স্টাফ হিসেবে দলের সঙ্গে আছেন সাবেক উইকেটকিপার ব্যাটার ব্রাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি, এবং সহকারী কোচ আন্দ্রে বোরোভিচরা। তাঁদের সবাই অস্ট্রেলিয়ান হওয়ায় আইসিসির অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচে খেলতে পারবেন। ড্যানিয়েল ভেট্টোরি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হলেও খেলার সুযোগ নেই। কারণ, তিনি অস্ট্রেলিয়ান নন।

Scroll to Top