Last Updated:
আগামী দিনে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের যাতায়াত আরও সুগম করতে চালু করা হবে বিশেষ সিনিয়র সিটিজেন কামরা। আপাতত মুম্বইয়ে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হচ্ছে। ধাপে ধাপে দেশের অন্যত্র এই ব্যবস্থা চালু হতে পারে, এমন ইঙ্গিতই মিলেছে।

আবীর ঘোষাল, কলকাতা: করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় রেল একাধিক পাস ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রবীণ নাগরিকদের জন্য পাস। বারবার একাধিক সাংসদ এই পাস পুনরায় ব্যবহার করতে চেয়ে রেলের কাছে আবেদন জানিয়েছে। এমনকি, সংসদে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। যদিও রেলের পক্ষে কোনও যথাযথ উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফলে প্রবীণ নাগরিকদের যথেষ্ট অসুবিধার মধ্যেই যাতায়াত করতে হয়। তবে, পাস না দিলেও প্রবীণ নাগরিকদের যাতায়াতের জন্য সুবিধা করে দিল রেল।
আগামী দিনে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের যাতায়াত আরও সুগম করতে চালু করা হবে বিশেষ সিনিয়র সিটিজেন কামরা। আপাতত মুম্বইয়ে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হচ্ছে। ধাপে ধাপে দেশের অন্যত্র এই ব্যবস্থা চালু হতে পারে, এমন ইঙ্গিতই মিলেছে। রেলওয়ে বোর্ডের তরফেই সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক ও প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে। মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। যার চলাচল শুরু হল। ভারতীয় রেল মন্ত্রক নিজেই জানিয়ে দিয়েছে এই বিশেষ ব্যবস্থার কথা।

মাটুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কামরা। এই কোচে ওঠা-নামার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রবীণ নাগরিকদের সুবিধা হয়। রাখা হয়েছে ২ জন ও ৩ জন করে বসার বেঞ্চ। এই কামরায় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রাখা হয়েছে। দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। কামরার দুই দরজাতেই থাকবে ইমার্জেন্সি ল্যাডার বা সিঁড়ি। বর্তমানে লোকাল ট্রেনের প্রথম ও শেষ বগিতে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা আসন থাকে। আবার দূরপাল্লার ট্রেনে সিনিয়র সিটিজেনদের টিকিট বুকিং ও আসন পাওয়ার ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। তবে, লোকাল ট্রেনে তো আর সব সময় বগি বা কোচ বুঝে ওঠানামা করতে পারা যায় না। তাই সুবিধা দিতে আলাদা কামরা দেওয়া হচ্ছে।
Kolkata,West Bengal
July 15, 2025 10:00 AM IST