প্রপার উইকেটে খেলে টেস্ট জিততে চায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

প্রপার উইকেটে খেলে টেস্ট জিততে চায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে আগামী রোববার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোডেশিয়ানদের আতিথ্য দেবে টিম টাইগার্স। সাধারণত টেস্ট ম্যাচগুলোতে স্বাগতিক দল নিজেদের অনুকূলে উইকেট তৈরি করতে দেখা যায়। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সেই পথে হাঁটছে না। নাজমুল হোসেন শান্তদের কোচ ফিল সিমন্স সেই ইঙ্গিতটাই দিলেন।

শুক্রবার সিলেটে দলের অনুশীলন শেষে সিমন্স জানালেন এমন। বলেছেন, ‘আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ও রকম খেলতে চাই।’

‘আমাদের পরিকল্পনা আছে, প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এ জন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা উইকেট দেখেছি আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে, আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়।’

সিলেটের ভেন্যুর প্রশংসাও করেছেন সিমন্স। বলেছেন, ‘প্রথম থেকেই প্রস্তুতি দারুণ হচ্ছে। এখানে সুযোগ-সুবিধা দারুণ, স্বপ্নের মতো। যেভাবে চাইবেন সেভাবেই প্রস্তুতি নেওয়া যাচ্ছে। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি।’

সিলেট টেস্টেই পূর্ণ মনোযোগ ক্যারিবীয়ান এই কোচের, হোয়াইটওয়াশ নিয়ে ভাবনা নেই আপাতত। বলেছেন, ‘হোয়াইটওয়াশ নিয়ে আমি ভাবছি না। আমি সামনের ম্যাচ ধরে ভেবে থাকি। প্রথম টেস্ট আগে জিতি, এরপর সিরিজ জয়ের কথাও ভাববো। প্রথম টেস্টের প্রথম দিনটা জিততে চাই। সিলেট পর্ব শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাববো।’

Scroll to Top