প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি | চ্যানেল আই অনলাইন

প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়শা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে এক আবেদনের মাধ্যমে তার স্বামীর উন্নত চিকিৎসার জন্য জামিনের আর্জি জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) আয়শা সুলতানা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর এক আবেদনে এই অনুরোধ জানান।

আবেদনে আয়শা সুলতানা বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ রাতেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করে। পরিস্থিতি অবনতি হলে আইসিউতে পাঠানো হয়। চিকিৎসার প্রতি অবহেলায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে মৃত্যুর সাথে বেঁচে থাকার লড়াই করছেন।

তিনি আরও বলেন, তার স্বামী মারাত্মক নিউমোনিয়ায় কাবু হয়ে পড়েছেন, হৃদরোগ, কিডনী রোগ সহ নানাবিধ রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। বারবার আহবান জানানোর পর ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানবিক সাড়া পাওয়া যায়নি। অবহেলা, অযত্নে তিনি আরও বেশী নাজুক হয়ে হাসপাতালে এখন মৃত্যুর শয্যায়।

কারা কর্তৃপক্ষ যদি মোশাররফ হোসেনের সুচিকিৎসার ব্যবস্থা করতো তাহলে এই নাজুক পরিস্থিতি তৈরি হতো না বলে অভিযোগ জানান আয়শা সুলতানা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই ক্রান্তিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে যেন দ্রুত জামিন প্রদান করা হয় এই অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে বলে জানান আয়শা সুলতানা।

Scroll to Top