‘প্রধানমন্ত্রী হোক মমতা’, কলকাতা জুড়ে বিরাট আয়োজন তৃণমূলের

‘প্রধানমন্ত্রী হোক মমতা’, কলকাতা জুড়ে বিরাট আয়োজন তৃণমূলের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিয়ে কলকাতা জুড়ে হলুদ ব্যানার ফেললেন তৃণমূল সমর্থকেরা। বাঙালি প্রধানমন্ত্রীর দাবিতে এতদিন সরব হয়েছিল ফেসবুক তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ কমিউনিটি FAM। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিয়ে নতুন স্লোগান লিখে গোটা কলকাতা জুড়ে ব্যানার-ফেস্টুনে ভরিয়ে দিল ফ্যাম।

রবিবার, ১৩ অগাস্ট ২০২৪ লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়ে প্রচার শুরু হল। এই অভিযান চালানোর কৌশল ঠিক করতে হাজরা মোড়ে মহানায়ক উত্তম মঞ্চে এক কনক্লেভের আয়োজন করতে চলেছে সোশ্যাল মিডিয়া তৃণমূলের সর্ববৃহৎ গ্রুপ FAM। ওই সভা থেকেই স্লোগানের সূচনা হবে, “বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা”।

‘প্রধানমন্ত্রী হোক মমতা’, কলকাতা জুড়ে বিরাট আয়োজন তৃণমূলের পোস্টার

আরও পড়ুন: ‘ফার্স্ট বয়ের’ এমন কীর্তিতে অঙ্ক মিলছে না, স্বপ্নদীপের মৃত্যুতে ধৃত সৌরভের শিক্ষক স্তম্ভিত!

এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, শুভাশিস চক্রবর্তী, TMCP রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষরা থাকবেন।

আরও পড়ুন: স্বপ্নদীপের মৃত্যুর আগে ক্রমাগত মানসিক চাপ দিয়েছিল দীপশেখর-মনোতোষ, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছে আসন্ন লোকসভা ভোট নিয়ে। বিজেপিকে আক্রমণের রাস্তা তৈরি করে ফেলে তাকে আরও জোরালো করার চেষ্টা চলছে। এবার সমর্থকেরাও জোরকদমে বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার লক্ষ্যে প্রচার শুরু করে দিল।

আবীর ঘোষাল

Published by:Raima Chakraborty

First published:

Tags: 2024 Loksabha Polls, Mamata Banerjee

Scroll to Top