প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে সাকিব আল হাসান

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে সাকিব আল হাসান
প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম নির্বাচনী মাঠ। নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে সাকিব আল হাসান। শুধু সাকিবই নন, এদিন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।

আজ রোববার সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এর আগেই সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন সাকিব আল হাসান। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভড কপি হাতে যথাসময়ে উপস্থিত হন। অনেকেই সাকিব আল হাসানের আশপাশে ভিড় জমান, কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সাংগঠনিক দিকনির্দেশনা দিতেই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ডেকে আনেন। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০, মাগুরা ১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম নিয়েছেন সাকিব আল হাসান। ২১ নভেম্বর দুপুরের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

Scroll to Top