প্রথম রাউন্ডে হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারাজ | চ্যানেল আই অনলাইন

প্রথম রাউন্ডে হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারাজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উইম্বলডনে রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্দ্রেই রুবলেভের কাছে প্রথম রাউন্ডে হেরেও পরের ৩ রাউন্ড জিতে ঘুরে দাঁড়ান বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। রুবলেভের বিপক্ষে ৩-১ সেটের দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ২২ বর্ষী স্পেনিয়ার্ড তারকা ।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার রাতে প্রথম সেটে প্রাণপণে লড়ে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। শেষপর্যন্ত এই সেটে রুবলেভের সঙ্গে ৭-৬ (৭/৫) গেমে হেরে বসেন আলকারাজ।

বাকি তিন রাউন্ডে অবশ্য আলকারাজের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি ২৭ বর্ষী রাশিয়ান তারকা। ৬-৩, ৬-৪ এবং ৬-৪ গেমে জিতে নেন আলকারাজ।

অন্য ম্যাচে চিলির নিকোলাস জারিকে ৩-২ সেটে পরাজিত করা ব্রিটেনের ক্যামেরন নোরি সঙ্গে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে লড়বে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা আলকারাজ।

Scroll to Top