Last Updated:
সোমাবার ১১ অগাস্ট থেকে শুরু হচ্ছে শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেনের যাত্রা৷ আজ সেই ট্রেনের শুভ উদ্বোধন হয়ে গেল৷ এই ট্রেনের প্রথম যাত্রী যিনি তিনি রানাঘাটের বিভাস ঘোষ৷

কলকাতা: সোমাবার ১১ অগাস্ট থেকে শুরু হচ্ছে শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেনের যাত্রা৷ আজ সেই ট্রেনের শুভ উদ্বোধন হয়ে গেল৷ এই ট্রেনের প্রথম যাত্রী যিনি তিনি রানাঘাটের বিভাস ঘোষ৷
ট্রেনের উদ্বোধনের কথা জানতে পেরে আজ তিনি এসেছিলেন এই ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হতে। বিভাস ঘোষই প্রথম এই এসি লোকাল ট্রেনে ১২০ টাকা টিকিট কেটে রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করছেন। আর এই যাত্রীর প্রথম টিকিট চেক করলেন টিটি স্নেহাশিস চক্রবর্তী। এক ঐতিহাসিক মূহুর্ত বলেই মনে করছেন দু’জনেই।
টিকিট চেক করেই টিটি নিজের মুঠো ফোনে তুলে রাখলেন এই প্রথম যাত্রীর টিকিটের ছবি৷ ট্রেনে প্রবেশ করে বাতানুকূল পরিবেশ বেশ সতেজ জার্নি হবে বলেই মনে করছেন যাত্রীরা। তবে এই এসি লোকাল একটা নবদিগন্ত খুলে দেবে পূর্ব ভারতের রেলের ক্ষেত্রে। এমনই বলছেন রেল কর্তৃপক্ষ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 11, 2025 9:23 PM IST