Last Updated:
Divya Deshmukh- মাত্র ১৯ বছর বয়সী এক মেয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতে এখন দাবা খেলায় নতুন তারকার নাম দিব্যা দেশমুখ। এদিন তিনি হারালেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে।

নয়াদিল্লি : ক্রিকেটের দেশে ৬৪ খোপের খেলা জনপ্রিয়তা বাড়ছে তা হলে! মাত্র ১৯ বছর বয়সী এক মেয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতে এখন দাবা খেলায় নতুন তারকার নাম দিব্যা দেশমুখ। এদিন তিনি হারালেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে।
কোনেরু হাম্পি অভিজ্ঞ দাবারু। সব থেকে বড় কথা, তিনি দিব্যার থেকে অনেকটাই বয়সে বড়। কোনেরু হাম্পির বয়স ৩৮। আর দিব্যার ১৯। তবে এদিন যেন তারুণ্যের কাছে হার মানল অভিজ্ঞতা। জিতেই দিব্যা ছুটে গেলেন তাঁর মায়ের কাছে। মেয়েকে জড়িয়ে ধরেন মা।
প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে দিব্যা জিতে নিলেন মহিলাদের ফিডে চেস বিশ্বকাপ। সোমবার টাইব্রেকারে দ্বিতীয় র্যাপিড গেমে জেতেন তিনি। দিব্যার বাড়ি নাগপুরে। মা-বাবা দু’জনেই চিকিৎসক। দিব্যার দিদি ব্যাডমিন্টন খেলেন। দিব্যা এক সাক্ষাৎকারে বলেন, ”দিদি ব্যাডমিন্টন ক্লাসে যেত। মা-বাবাও আমাকে ব্যাডমিন্টন খেলার জন্য নিয়ে গিয়েছিল। তখন আমার বয়স চার-পাঁচ। আমি কিছুতেই ব্যাডমিন্টন নেটের নাগাল পাচ্ছিলাম না। একই বিল্ডিংয়ে দাবা শেখানো হত। মা-বাবা আমাকে দাবায় ভর্তি করে দিল।” উল্লেখ্য, ২০২০ সালে ফিডে অনলাইন অলিম্পিয়াডে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন দিব্যা। ২০২২ সালে মহিলাদের উওমেন্স ইন্ডিয়া চেস চ্যাম্পিয়নশিপ জেতেন।
এত বড় জয়ের পর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন দিব্যা। গোটা টুর্নামেন্টেই তাঁর মা সাইডলাইনে ছিলেন। ফাইনাল জিতে গ্র্যান্ডমাস্টারের খেতাব জিতলেন দিব্যা। চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন। যদিও তাঁর গ্র্যান্ডমাস্টার খেতাব প্রথাগত পথে হল না। সাধারণত গ্র্যান্ডমাস্টার খেতাব পেতে গেলে Elo রেটিং মার্কে ২৫০০ পয়েন্ট পেতে হয়। দিব্যা বিশ্বকাপ জেতায় তাঁর আর দরকার পড়বে না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 28, 2025 11:49 PM IST