লিটনও শুরুতেই বুঝতে পেরেছেন, এই পিচে ব্যাট করা সহজ হবে না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সেই কথাই বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক, ‘শুধু আমি নই, বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। আমরা এমন জয়ের দিকেই তাকিয়ে ছিলাম। যখন আমি (ম্যাচের) প্রথম বলটা খেললাম, তখনই বুঝতে পারলাম, এই পিচে ব্যাট করা খুব কঠিন হবে।’
ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা পিচেও ব্যাট হাতে ‘লেটার মার্কস’ পেয়েছেন একজন—শামীম হোসেন। এই সিরিজ দিয়েই প্রায় এক বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন শামীম। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে প্রথম টি-টোয়েন্টিতে তিনি করেন ১৩ বলে ২৭ রান; স্ট্রাইক রেট ২০৭.৬৯। আজকের অবদান আরও বেশি—২০৫.৮৮ স্ট্রাইক রেটে ১৭ বলে অপরাজিত ৩৫।