ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ভালো সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান। শতরানের ওপেনিং জুটির পর ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর তুলতে পারেনি স্বাগতিকরা।
হ্যামিলটনের সিডন পার্কে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং দলের হাল ধরে শতরান করেন। ৪২ করে ইয়ং আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক ল্যাথামও।
এরপর কেন উইলিয়ামসনের ৪৪ রান করলেও মিডল অর্ডারে বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। অন্যদের আসা-যাওয়ার মাঝে দলের হাল ধরেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও পেসার টিম সাউথি। এ দুই ব্যাটার শেষ আট ওভারে নিয়েছেন ৭৬ রান। স্যান্টনার ফিফটি তুলে নিলেও ২৩ রানে সাজঘরে ফেরেন সাউথি।
দ্বিতীয় সকালে স্যান্টনার ৫০ রানে এবং উইল ওরাউর্ক ০ রানে ব্যাট শুরু করবেন। ইংল্যান্ডের দুই পেসার ম্যাথু পটস এবং গাস অ্যাটকিনসন ৩টি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স নিয়েছেন ২ উইকেট।