প্রথমে প্রত্যাখ্যাত, এবার বায়ার্নে যাচ্ছেন দিয়াজ | চ্যানেল আই অনলাইন

প্রথমে প্রত্যাখ্যাত, এবার বায়ার্নে যাচ্ছেন দিয়াজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজকে নেয়ার জন্য প্রথমে একটি প্রস্তাব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে এ তারকার বর্তমান ক্লাব লিভারপুল ওই অর্থে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে প্রথমে ছাড়তে রাজি হয়নি। অবশেষে বায়ার্নের প্রস্তারে রাজি হয়েছে লিভারপুল এবং তার জন্য অর্থের পরিমাণ আরও বাড়াতে হয়েছে।

বায়ার্ন দিয়াজকে নেয়ার জন্য লিভারপুলকে ৫৮.৬ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৯৬৩ কোটি ৩৬ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি হয়নি অলরেডরা। বর্তমানে ৭৫ মিলিয়ন ইউরোতে বা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭১০ কোটি ৭৫ লাখ টাকায় জার্মানিতে যাবেন এ কলম্বিয়ান তারকা। তার এ চুক্তির মধ্যে বোনাসও অর্ন্তভূক্ত করা হয়েছে।

২৮ বর্ষী দিয়াজ গত সপ্তাহে এসি মিলানের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচে ছিলেন না। ৪-২ গোলে হারার ম্যাচে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় গুঞ্জন। তাকে ইউরোপ থেকে এশিয়াতে মেডিকেল করার জন্য ভ্রমণের অনুমতিও দেয়া হয়েছিল।

লিভারপুল ইতিমধ্যে দুই নতুন ফরোয়ার্ডের সাথে চুক্তি করে ফেলেছে। তারা হলেন জার্মানির ফ্লোরিয়ান রিটজ এবং ফ্রান্সের হুগো একিতিকে। গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডে দুর্দান্ত মৌসুম কাটানো আলেকজান্ডার ইসাককে চাইলে আর্নে স্লটের দল।

Scroll to Top