দ্বিতীয় দিন বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের সভাপতি এবং প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার মাহিন খানের নকশার পোশাক পরে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী রুনা খান। কালো ব্লাউজ, গাঢ় নীল খাদি শাড়ি আর নীল ব্লেজার জ্যাকেট পরে হাঁটেন তিনি। তবে মডেল–সত্তার চেয়ে নিজের অভিনেত্রীসত্তাকেই বেশি প্রকাশ করেছেন বলে জানান রুনা খান। আর এই বিষয়ে তাঁকে উৎসাহী করেছেন ডিজাইনার মাহিন খান। দেশীয় পোশাকের প্রতি অফুরন্ত ভালোবাসা ব্যক্ত করে রুনা খান বলেন, ‘পোশাকশিল্পে আমরা অনেক এগিয়ে গিয়েছি, আরও এগিয়ে যাওয়া সম্ভব, যদি আমাদের ঐতিহ্যকে সম্মান এবং ভালোবাসতে শিখি। আর খাদি হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা। এটি নতুনরূপে নতুনভাবে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য।’
