মাতৃত্ব মানেই এক নতুন যাত্রা। আর জীবনের সেই নতুন অধ্যায়ের প্রথম মা দিবস যেন অনেক বেশি আবেগঘন এবং অনেক বেশি বিশেষ। রবিবার (১১ মে) প্রথমবারের মতো মা দিবস পালন করবেন বলিউডের একাধিক অভিনেত্রী, যারা সদ্য সন্তানকে জন্ম দিয়েছেন। কেউ মেয়ে, কেউ ছেলে, কেউ আবার দীর্ঘ দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। তাদের ব্যক্তিগত এই যাত্রা হয়ে উঠেছে জাতীয় আগ্রহের বিষয়। দেখে নেওয়া যাক, বলিউডের সেই নতুন মায়েদের যাদের কাছে এ বছরের মাতৃ দিবস এক অবিস্মরণীয় দিন হয়ে থাকছে।
মেয়ে ‘দুয়া’-র সঙ্গে দীপিকা
২০২৪ সালে কন্যা সন্তান ‘দুয়া’-র জন্ম দেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। নামের মধ্যেই লুকিয়ে ভালবাসা ‘দুয়া’র মানে হল প্রার্থনা। দীপিকার মতে, এই নামই তাদের জীবনে মেয়ের গুরুত্ব বোঝায়। প্রথম সন্তান আসার পর থেকেই এক অন্য দীপিকাকে দেখছেন রণবীর। তার কথায়, “মাতৃত্ব দীপিকার জীবনের সবচেয়ে সুন্দর রূপ।”
‘ইভারাহ’-কে নিয়ে আথিয়া
২০২৫ সালের মার্চ মাসে আথিয়া শেঠি ও কেএল রাহুলের জীবনে এসেছে কন্যা ইভারাহ। নামের অর্থ ঈশ্বরের উপহার। আথিয়ার বাবা সুনীল শেঠি মতে, “নাতনিকে কোলে নেওয়ার পর আর কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়নি।” আথিয়া এখন মাতৃত্বের একেবারে শুরুতেই। এই প্রথম মা দিবস চার প্রজন্মের সঙ্গে কাটাবেন তিনি তার মেয়ে, মা, এবং ঠাকুমাকে নিয়ে।
‘লারা’-র সঙ্গে নাতাশা
২০২৪ সালের জুনে কন্যাসন্তান ‘লারা’-র মা হয়েছেন বরুণ ধবনের স্ত্রী নাতাশা দালাল। বরুণ বলেছেন, “নতাশা সত্যিকারের সুপারহিরো। মাতৃত্ব ওর মধ্যে এক নতুন শক্তি জাগিয়েছে।” নাতাশা সাধারণত প্রচারের আড়ালে থাকেন। তবে এবার প্রথম মাতৃ দিবসে তিনিও থাকবেন আলোচনার কেন্দ্রে।
‘জুনেইরা’-র সঙ্গে রিচা চাড্ডা
২০২৪ সালের জুনে মেয়ে জুনেইরার জন্ম দিয়েছেন রিচা চাড্ডা ও আলি ফজল। রিচা বলেছেন, “এখন সবকিছু মেয়ের সময় অনুযায়ী চলে। ও-ই আমাদের বস।” কঠিন মুহূর্ত এলেও রিচার বিশ্বাস, “সব শক্তি নারীর মধ্যেই নিহিত।” অভিনয়ের বাইরে বাস্তব জীবনের এই অনুভব তাঁকে আরও পরিণত করেছে।
‘বেদাবিদ’-কে নিয়ে ইয়ামি গৌতম
২০২৪ সালের মে মাসে ছেলে ‘বেদাবিদ’-কে জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। স্বামী আদিত্য ধরের সঙ্গে নতুন অধ্যায়ের শুরু হয়েছে তার। ইয়ামি বলেন, “মাতৃত্ব ঈশ্বরের সেরা সৃষ্টি। সন্তানকে কোলে নেওয়ার মুহূর্তেই আমার মানসিকতা বদলে গিয়েছিল।” প্রথম মাতৃ দিবসে ছেলের সঙ্গে কাটাবেন বিশেষ সময়।