ইতিহাস গড়েছে উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দেশ দুটি। ৪৮ দলের ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও সাতটি দল, যার মধ্যে ১১তমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে ২০০২ আসরে বিস্ময় জাগিয়ে সেমিফাইনাল খেলা সাউথ কোরিয়া।
এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। তাতেই ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশটি। তাদের আগে রয়েছে ইরান।
এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে এদিন বিশ্বকাপে উঠেছে সাউথ কোরিয়া ও জর্ডান। ইরাককে ২-০তে হারিয়ে নতুন সংস্করণের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে সাউথ কোরিয়া।
আরেক ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে জয়ী জর্ডানও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে জর্ডান। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সাউথ কোরিয়া।
স্বাগতিক তিন দল ছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হল- জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।