মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো তিনদিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটের আসর আয়োজন করছে বিসিবি। ২১ ডিসেম্বর থেকে রাজশাহীতে শুরু হবে খেলা। জন্য জ্যোতি-জাহানারাদের চারটি দল গঠন করা হয়েছে।
আসর উপলক্ষে জাতীয় দলে খেলা একজনকে করে অধিনায়ক বানিয়ে চারটি দল গড়া হয়েছে। দলগুলো- সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন।
সাউথ জোনের অধিনায়ক করা হয়েছে স্পিন-অলরাউন্ডার রাবেয়া খান, নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারি, সেন্ট্রাল জোনের অধিনায়ক জাতীয় দলের নেতৃত্বে থাকা নিগার সুলতানা জ্যোতি এবং ইস্ট জোনের অধিনায়ক করা হয়েছে লেগ স্পিনার ফাহিমা খাতুনকে।
সাউথ জোন দল
রাবেয়া খান (অধিনায়ক), শামিমা সুলতানা, বিথী পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান সুখতারা, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা তুজ জোহরা, লেকি চাকমা এবং প্রীতি দাস।
নর্থ জোন দল
সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, ইসমা তানজুম, শারমিন সুলতানা, মিস রিতু মনি, মিষ্টি রাণী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাহেমা জাহান সোনিয়া, মারুফা আক্তার, আচিনা জান্নাত, লাবণী আক্তার এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।
সেন্ট্রাল জোন দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুনতাহেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফুয়ারা বেগম, লতা মন্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার এবং সাদিয়া ইসলাম।
ইস্ট জোন দল
ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার জেসমিন, তাজনাহার, শরিফা খাতুন, খাদিজাতুল কোবরা, ফারজানা আক্তার ববি, দীপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি এবং আশরাফী ইয়াসমিন আর্থি।